• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

রাজধানীতে মাঠে নামল ছাত্রলীগ-হরতাল বিরোধী মিছিল সমাবেশ


প্রকাশিত: ২:৫৮ পিএম, ১৯ নভেম্বর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

chatroleage-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার:  জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বনানী, মিরপুর, মহাখালীসহ ৯টি স্পটে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। এসব মিছিল-সমাবেশে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফার্মগেটে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, যুদ্ধাপরাধীরা একাত্তর সালে এ দেশের মানুষের জান মালের ক্ষতি করার পাশাপাশি সম্ভ্রম কেড়ে নিয়েছে। আজ দেশের সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু রায়ের প্রতিবাদে অন্যায়ভাবে হরতাল দিয়ে যুদ্ধাপরাধীরা দেশের অর্তনীতির ক্ষতি করতে চায়, দেশের ছাত্র সমাজ তা হতে দেবে না।এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপিত মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।