• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় পুলিশের এসআই নিহত


প্রকাশিত: ২:৪৯ পিএম, ২৩ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

স্টাফ রিপোর্টার   :   রাজধানীর সবুজবাগে কাভার্ড ভ্যান চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) 000বিকাশ চন্দ্র ঘোষ নিহত হয়েছেন।রোববার দিবাগত গভীররাতে দুর্ঘটনার শিকার হন তিনি। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ফকির মন্ডল জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৌদ্ধমন্দির ক্রসিংয়ের সামনে দুর্ঘটনার শিকার হন বিকাশ। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৪টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।এ ব্যাপারে মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।