• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

রাজউকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ-সরকারের ট্যাক্স পাওনা ১০০ কোটি


প্রকাশিত: ১০:৩০ পিএম, ১৬ মার্চ ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

rajukস্টাফ রিপোর্টার.ঢাকা:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে রাজস্ব বোর্ড। সোমবার দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে রাজউকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। কর কমিশনার মেফতা উদ্দিন খান জানান, রাজউকের কাছে সরকারের ট্যাক্স পাওনা রয়েছে ১০০ কোটি টাকার উপরে। এই পাওনাগুলো হাইকোর্ট থেকে শুরু করে করআপিল বিভাগ পর্যন্ত বিচারাধীন রয়েছে। সম্প্রতি বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআরে) মাধ্যমে তাদের কাছে আরো ২২ কোটি টাকার কর পাওনা হয়েছে। এই বকেয়া টাকা না দেওয়ায় তাদের ব্যাংক একাউন্ট জব্দ করার চিঠি দেয়া হয়েছে।

সূত্র জানায়, রাজউকের অনেক ব্যয়ের পক্ষেই ডকুমেন্ট দিতে পারেনি। গ্রাহকদের কাছ থেকে নেয়া অগ্রিম আয়করের টাকাও তারা খরচ করে ফেলেছে। অডিটে রাজউকের বিশাল অঙ্কের টাকা এদিক-সেদিক হওয়ার প্রমাণ পেয়েছে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। বিপুল পরিমাণ সরকারি টাকার ব্যয়ের বিষয়ে রাজউককে ডকুমেন্ট দিতেও বলেছে এনবিআর। রাজউকের তরফ থেকে বলা হচ্ছে, এসব ব্যয় করা হয়েছে উচ্চপর্যায়ের মৌখিক নির্দেশে।