• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

রাঙা বুবু -কবি শাহানারা ঝরনা


প্রকাশিত: ৪:৪০ পিএম, ১৪ মে ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৩৭ বার

ranga bubu-www.jatirkhantha.com.bdএক দুই তিন করে চলে যায় দিন
মন ঋতু জুড়ে থাকে স্মৃতি অমলিন
রাঙা বুবু ঘাটে বসে দূর পানে চায়
কলসিটা খালি আহা জলে ভেসে যায়
হৃদয়ের বাগানেতে ছায়া দেয় মেঘ
ইচ্ছেরা ডানা মেলে নিয়ে ভাবাবেগ
মনমাঠে বিলি কাটে চপলা বাতাস
মনকথা হতাশায় ছোটে পরবাস.

ranga bubu-shahanara-www.jatirkhantha.com.bdস্মৃতিগুলো নিয়ে হাসে প্রণয়ী সময়
জানে সে এ পৃথিবীতে কেউ কারো নয় !!
রাঙা বুবু উদাসিনী এলোমেলো মন
তার কথা ভাবে না তো পড়শি স্বজন
হাসি মাখা মুখ তবু চোখ ভরা জল
সাগরের ঢেউ যেন করে কোলাহল
ডিজিটাল রীতি নীতি জানা নেই তার
একাকিনী ঘোরে সেযে নিয়ে ব্যথাভার
তাকে ছুঁয়ে হাসেনা তো সোনা রোদ্দুর
জীবনের তারে বাজে কষ্টের সুর
রঙ্গিনী দিন যায় বিষাদে সে চুপ
বুক জুড়ে জ্বলে শুধু হতাশার ধূপ !
রাঙা বুবু বড় দুখি বেদনাতে বাস
অভাবে ও অনটনে কাটে বারোবাস
দেয় না তো কেউ তার আকুতির দাম
বিখ্যাত হয় না তার অচ্ছুত নাম..
অনাদরে জীবনটা হয়ে যায় শেষ
অন্তরে ভরা থাকে যাতনার রেশ
সময়ের গতি মেনে সবি বদলায়
সকাতরে তবু ও সে ভালবাসা চায়
বুঝি না তো কেউ তার মান অভিমান
পায়না সে কারো কাছে কোন সম্মান ..|
রাঙা বুবু বুনো ফুল.. ফোটে , ঝরে যায়
পৃথিবীতে ক’জনই বা তার খোঁজ পায় !!!