• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

রহস্যময় উস্কানি-এমপি রহিম উল্যাহর গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ৩


প্রকাশিত: ১:৪৯ এএম, ৭ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

mp rahimullah-www.jatirkhantha.com.bdফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংসদ সদস্য তার বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এতে তার গাড়িবহরের একটি মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এছাড়া ইটের আঘাতে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিনসহ তিনজন আহত হন। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, তার বাড়ি আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এমপিরে সমর্থকরা বিভিন্ন স্থানে জড়ো হয়।

সন্ধ্যায় তাদের গাড়ি লক্ষ করে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করলে তার এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে ঢাকা যাচ্ছিলেন। তার গাড়ি বহরটি সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে।