• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

রহস্যজনক নিখোঁজ ডাচ-বাংলা চেম্বারের সভাপতি


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৫ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

বিশেষ প্রতিনিধি  :  রাজধানীর ধানমণ্ডি থেকে ডাচ‌-বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. হাসান 22খালেদ শনিবার ‘নিখোঁজ’ হয়েছেন। এই ঘটনায় তার শ্যালক রফিকুল ইসলাম শনিবার গভীর রাতে ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন।

জিডি সূত্রের বরাত দিয়ে ধানমন্ডির থানার ওসি নুর এ আজম বলেন, ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট হাসান খালেদ শনিবার ধানমণ্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসা থেকে বের হওয়ার পরে আর ফেরেননি। ইস্কাটনে নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিসেও যাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমণ্ডির বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন।  আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালযে লেখাপড়া করা হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রপ্তানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত।

যাদের হাত ধরে ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়, তাদের মধ্যে হাসান খালেদ অন্যতম। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেটর হিসেবেও তিনি কাজ করেছেন।