• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

রহস্যজনক জুজুর ভয়-কারিনার কনসার্ট স্থগিত


প্রকাশিত: ৭:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

dhaka-karina-www.jatirkhantha.com.bdবিনোদন প্রতিবেদক  : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ক্লিন ঢাকা’ কনসার্টটি স্থগিত হয়েছে, যে অনুষ্ঠানে বলিউড তারকা কারিনা কাপুরের আসার কথা ছিল। বৃহস্পতিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সাংবাদিকদের জানান, শুক্রবারের কনসার্টটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে। কী কারণে কনসার্ট স্থগিত হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

কনসার্টটির আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্টে কারিনার সঙ্গে ভারত থেকে কণ্ঠশিল্পী কানিকা কাপুর ও জাভেদ আলিরও আসার কথা ছিল। বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিলেরও অংশ নেয়ার কথা ছিল এই কনসার্টে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।