• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

রহস্যজনকভাবে খুন রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক জলি


প্রকাশিত: ৬:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩২২ বার

 

রাবি প্রতিনিধি : রহস্যজনকভাবে খুন হয়েছেন রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক জলি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের joli-www-jatirkhantha-com-bdশিক্ষকদের আবাসিক ভবন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়েছে।

ওই বিভাগের সাবেক চেয়ারম‌্যান অধ‌্যাপক মশিহুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জুবেরী ভবনে ভেতর থেকে বন্ধ একটি কক্ষের দরজা ভেঙে তারা আকতার জাহানকে উদ্ধার করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত‌্যু হয়েছে।

এ বিভাগের অধ‌্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, আকতার জাহানকে তার ঘরের বিছানায় মশারির মধ‌্যে শোয়া অবস্থায় পাওয়া যায়। তার মুখে ফেনা ও রক্ত বেরিয়ে আসার মতো কালো দাগ ছিল।

তবে ময়নাতদন্ত না করে মৃত‌্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মহিনুল ইসলাম জানিয়েছেন।