রমজানে ৩২০০ টাকায় বিমান টিকিট
বিশেষ প্রতিনিধি : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সম্মানিত যাত্রী সাধারণের জন্য ঢাকা-কক্সবাজার রুটে ট্যাক্সসহ সর্বনিম্ন ৩২০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে। এ অফার ১১ জুন ২০১৮ পর্যন্ত বহাল থাকবে। একই সাথে কক্সবাজার-ঢাকা রুটে ট্যাক্সসহ সর্বনিম্ন ৩২০০ টাকা নিধারণ করা হয়েছে যা আগামী ১৬ জুন ২০১৮ পর্যন্ত বহাল থাকবে।
বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েব সাইট www.biman-airlines.com থেকে ক্রেডিট কার্ড/ রকেট এবং টেলিফোনে ০১৭৭৭-৭১৫৬১৩-৬ এই নম্বরে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ফোন করেও টিকেট ক্রয় করা যাবে।