• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

রমজানে অফিস সকাল-৯টা সাড়ে ৩টা


প্রকাশিত: ৪:২৩ পিএম, ৭ মে ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

 

স্টাফ রিপোর্টার :  আসন্ন রমজান মাসে সকল সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ Ramjan-www.jatirkhantha.com.bdকরা হয়েছে। রমজান মাসের এই নতুন সময়সূচি  মন্ত্রিসভা অনুমোদন করেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। এ সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এছাড়া ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কল-কারখানা এবং জরুরি সেবাখাত তাদের নিজস্ব আইন অনুযায়ী নতুন সময়সূচি নির্ধারণ করবে।