রবি চাকরি দিচ্ছে-‘ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট’ ব্যবস্থাপনা পদে
চাকরির খবর ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি। ‘ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট, সেন্ট্রাল ক্লাস্টার মার্কেট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা শুধু সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের মাধ্যমে (bit.ly/2oMrsSw) আবেদন করার সুযোগ পাবেন।