• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

রংপুর রাইডার্স মাশরাফির কথা রাখলো


প্রকাশিত: ৫:২৬ পিএম, ২০ ডিসেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

আর এইচ মানব  :  অবশেষে রংপুর রাইডার্স মাশরাফির কথা রাখলো। যারা মানিক চেনে তাঁরা কথা রাখে। রংপুর রাইডার্স’ও মাশরাফি’র মতো মানিক চিনেছিল। তাই খেলার Rangpur Rider Ambulence-www.jatirkhantha.com.bdচুক্তির সময় মাশরাফির চাওয়া একটি অ্যাম্বুলেন্স অবশেষে রংপুর রাইডার্স এর মালিক বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।
এবার মাশরাফির অধিনায়কত্বে রংপুর রাইডার্স বিপিএলের কাপ ঘরে তুলেছে।

এ খেলায় চুক্তির সময় মাশরাফি দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স আর সেটা দিয়ে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ যেন শর্ত পূরণ করলো। মাশরাফির জন্মস্থান নড়াইলের জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়ার কথা হয়েছিল বিপিএলের পঞ্চম আসর শুরু আগেই। রংপুরের মালিকপক্ষ বসুন্ধরা গ্রুপ মাশরাফিকে দেয়া সেই কথা রেখেছে। বিপিএল শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই অ্যাম্বুলেন্স পেল নড়াইলবাসী। আনুমানিক ২৫ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে নড়াইলে পৌঁছে দিয়েছে রংপুর রাইডার্সের মালিকপক্ষ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে রংপুরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে পোস্ট দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’’

অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। পরর্তীতে মাশরাফির অফিশিয়াল পেজ থেকেও এই বিষয়ে ঘোষণা দেয়া হয়।এক পোস্টে লেখা হয়, ‘বিপিএল টি-টুয়েন্টি টুর্নামেন্টের শুরুর আগেই অধিনায়ক মাশরাফি নরাইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিল ‘রংপুর রাইডার্স’-র কর্ণধার সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে।’

নড়াইলবাসী বেশ কিছুদিন ধরে কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স ছিল অত্যধিক প্রয়োজনীয় তালিকার সর্ব প্রথমে। ফাইনাল খেলা শেষ হবার ৭ দিনের মাথায় ‘রংপুর রাইডার্স’ মাশরাফির গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র নিকট হস্তান্তর করল।’