• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

রংপুর মেডিকেল কলেজ পরিচালকের পিএস গুলিবিদ্ধ


প্রকাশিত: ৫:১৬ পিএম, ৮ নভেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬২ বার

gulibiddo-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.রংপুর:  রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের একান্ত সচিব (পিএস) রুহুল আমিন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের আইডিয়াল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রুহুল আমিন বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে আসছিলেন। এসময় একটি মোটর সাইকেলে তিন দুর্বৃত্ত তার পাশে এসে দাঁড়ায়। রুহুল কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুটি গুলি করে। এরপর তারা মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে লোকজন ছুটে এসে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার পাজরে দুটি গুলি লেগেছে। ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।হাসপাতালের পরিচালক এসএম বরকতুল্লাহ জানান, রুহুলের অস্ত্রোপচার চলছে ।