রংপুর ও গাজীপুরে মহানগর পুলিশ হচ্ছে
বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। বৈঠকে রংপুর ও গাজীপুরে মহানগর পুলিশ ব্যবস্থা চালু সংক্রান্ত দুটি আইন মন্ত্রিপরিষদ নীতিগত অনুমোদন দিয়েছে।
বৈঠকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
খুব শিগগির রংপুর ও গাজীপুরে মহানগর পুলিশ ব্যবস্থা চালু হচ্ছে। এ সংক্রান্ত দুটি আইন মন্ত্রিপরিষদ নীতিগত অনুমোদন দিয়েছে।ঢাকার ডিএমপি পুলিশের মত রংপুর ও গাজীপুরে মহানগর পুলিশ তাদের কার্যক্রম চালু করবে। এজন্য আনুসঙ্গিক কার্যক্রম শিগগির শুরু হবে বলে পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তারা জাতিরকন্ঠকে জানিয়েছেন।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। অনুমোদিত আইন দুটি হলো রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৫ ও গাজীপুর মহানগর পুলিশ আইন, ২০১৫। আইন পাস হলে রংপুর ও গাজীপুরে অন্যান্য মহানগরের মতো মহানগর পুলিশের যাত্রা শুরু হবে।