• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

রংপুরে বাস চাপায় একই পরিবারের ৫ জনসহ ৬ যাত্রী নিহত


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ৮ জুলাই ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

 

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিকশাকে accdent-একটি মিনিবাস ধাক্কা দিলে ৬ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেকজনের।আজ শুক্রবার বিকেল পৌণে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকও নিহত হয়েছেন।পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডিগ্রি পড়ুয়া ছাত্রী শাহনাজ পারভিন মারা যান। অন্য নিহতরা হলেন- রওশন আরা (৫০), দুলালি (৩০), মোস্তাকিম (৪), শহিদুল (৪০) ও অটো চালকের নাম জানা যায় নি।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতরা নীলফামারি জেলার নলডাঙা উপজেলার চেংমারী গ্রামের বাসিন্দা। আজ বিকেলে তারা আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পরে অটোরিকশাটি রংপুর-সৈয়দপুর মহাসড়কে পৌঁছলে একটি মিনিবাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বাস চালক পালিয়ে যায়। এ ব্যাপারে কেউ আটক হয় নি।