• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

রংপুরে খাদেম হত্যায় ১৪ জেএমবির বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ৪:১৩ পিএম, ১১ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

রংপুর প্রতিনিধি  :   রংপুরে খাদেম হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন khadem-www.jatirkhantha.com.bdবাংলাদেশের (জেএমবির) ১৪ সদস্যের নাম উল্লেখ করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এদের মধ্যে সাতজন রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামি রয়েছেন।

রংপুর আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, রোববার রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মোস্তাক আহমেদের কাছে ১৪ জেএমবি সদস্যের নাম উল্লেখ করে অভিযোগপত্র জমা দেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী এ অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি। অভিযোগপত্রে যাদের নামে দেয়া হয়েছে- সরোয়ার হোসেন, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, বাবুল আকতার, জাহাঙ্গির হোসেন, চান্দু মিয়া, ইছাহাক আলী, মাসুদ রানা ওরফে মাসুদ, আবু সাঈদ, লিটন মিয়া, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আহসান উল্লাহ আনছারী ও সাখাওয়াত হোসেন।

কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এদের মধ্যে সাতজন রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। অভিযুক্তরা সবাই জেএমবির সদস্য। এদের মধ্যে চারজন রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

গত বছরের ১০ নভেম্বর রাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে রহমত আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

চৈতার মোড়ে রহমত আলীর একটি ওষুধের দোকান রয়েছে। সেখান থেকে প্রায় ৪০০ গজ দূরে মজকুরনীপাড়ায় তার বাড়ি।