• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রংপুরে আর এন্ড আর এভিয়েশন প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্টে বিজয়ী ব্রিগেডিয়ার জে.সানাউল্লাহ


প্রকাশিত: ৯:৫৭ পিএম, ১৯ মার্চ ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

বিশেষ প্রতিনিধি  :  রংপুর সেনানিবাসের গল্ফ গ্রাউন্ডে আয়োজিত দু’দিনব্যাপী আর এন্ড আর এভিয়েশন প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট- ২০১৬ r & r golf-www.jatirkhantha.com.bdশুক্রবার রাতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। আর এন্ড আর এভিয়েশন-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত দু’দিনব্যাপী (মার্চ ১৭ ও ১৮) টুর্নামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের শতাধিক গল্ফার পুরুষ, মহিলা, জুনিয়র ও সাব-জুনিয়র গ্রুপের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন।

টুর্নামেন্টে পুরুষ বিভাগে বিজয়ী হন গল্ফার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, এইচডিএমসি, পিএসসি এবং বেস্ট গ্রস করেন গল্ফার আর সি হায়দার।দ্বিতীয় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং রানার-আপ হন গল্ফার নাফি ফজল।

তৃতীয় বেষ্ট গ্রস পুরস্কার লাভ করেন গল্ফার ডা: মো: জাবেদ আকতার এবং দ্বিতীয় রানার-আপ হন গল্ফার উইং কমান্ডার শফিক।ম্যাক্সিমাম পার করেন কর্ণেল মো: জুলফিকার আলী এবং কনভেনশনাল অন পুরস্কার লাভ করেন লে: কর্নেল শাহ জুলফিকার আলী।লংগেষ্ট ড্রাইভ করেন গল্ফার মো. এনামুল হক সোহেল এবং নিয়ারেস্ট টুন পিন বিজয়ী হন মেজর এমএ ইউসুফ।

মহিলা বিভাগে বিজয়ী হন গল্ফার নাসরিন হক ববি এবং বেস্ট গ্রস করেন গল্ফার সাহিদা ফজল।জুনিয়র বিভাগে গল্ফার সুমাইয়া হক সুবাহ বিজয়ী এবং মাশরাফি রানার আপ হন। সাব জুনিয়র বিভাগে কাব্য বিজয়ী এবং জারা রানার-আপ হন।শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুর গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, ৬৬-পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন আর এন্ড আর এভিয়েশন-এর চেয়ারম্যান রিক হক সিকদার, উপদেষ্টা ফরিদ উদ্দিন খানসহ সামরিক কর্মকর্তা, অংশগ্রহণকারী গল্ফারগন এবং স্থানীয় সাংবাদিক। এরপর রংপুরের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।