• শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

রংপুরের উপদেষ্টা ভাবছেনা সরকার-


প্রকাশিত: ১২:৫৯ এএম, ১৭ নভেম্বর ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৪ বার

স্টাফ রিপোর্টার : এক অঞ্চল থেকে যখন ১৬ জন উপদেষ্টা নিয়োগ করে স্বজনপ্রীতির প্রশ্ন তোলেন স্বয়ং ২৪ এর মুক্তিযোদ্ধারা তখন এই সরকারের উপদেষ্টা বলেছেন, উপদেষ্টা নিয়োগে অঞ্চলভিত্তিক ভাবনা সরকারের নেই। এমনকি এ নিয়ে আলোচনা সরকারেরও নেই বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি বলেছেন, তারা আঞ্চলিকতা নয় পুরো দেশ নিয়ে ভাবছেন। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, কেউ আঞ্চলিকভাবে চিন্তা করলে নিজেকে ছোট করে ফেলা হয়। তিনি আরও বলেন, ‘আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়। আমাদের সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরে এগিয়ে যেতে চাই।’

উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে শারমিন মুর্শিদ বলেন, ‘দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।’চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শারমিন মুর্শিদ বিষয়টি এভাবে না দেখতে আহ্বান জানান। তিনি বলেন, ‘এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। আমরা আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এই এলাকায় যতখানি মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব।’

এর আগে শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের সব শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ তার বক্তব্যে বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো অনিয়ম হবে না। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রকৃত তালিকা করা হচ্ছে। পুনর্বাসনসহ তাদের মর্যাদা নিশ্চিত করা হবে।’

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আমাদের টিকিয়ে রাখতে হবে।’ অন্তর্বতীকালীন সরকার এই বিপ্লবের আত্মত্যাগকারী পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানান তিনি।এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের মাঝে গিয়ে সহযোগিতা করা হবে। জীবন দিয়ে হলেও আস্থার প্রতিদান দেয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বিভাগে নিহতদের মধ্যে ৪৪ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকার অর্থ সহায়তার চেক দেওয়া হয়।জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংগঠনটির সিইও মীর মাহবুব আলম স্নিগ্ধ অনষ্ঠানটি সঞ্চলনা করেন।