• রোববার , ২০ এপ্রিল ২০২৫

যৌনকর্ম করে টাকা না দেযায় পুরুষাঙ্গ কেটে রেখেছে পতিতা


প্রকাশিত: ৪:০১ পিএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৬ বার

অনলাইন ডেস্ক   :   কেনিয়ায় যৌনকর্মের পর অর্থ পরিশোধ না করায় খদ্দেরের পুরুষাঙ্গ কেটে নিয়েছে 111এক যৌনকর্মী।শুক্রবার ব্রিটেনের মিরর পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, খদ্দের যৌনকর্মের পর যৌনকর্মীর পাওনা পরিশোধে অস্বীকৃতি জানালে রাগের বশে ওই যৌনকর্মী খদ্দেরের পুরুষাঙ্গ কর্তন করে ব্যাগে ভরে রাখেন। তবে এ ঘটনায় কারও নাম প্রকাশ করা হয়নি।

kenya-newsপুলিশ জানিয়েছে, যৌনকর্মের পর বিশ্রাম করার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খদ্দেরকে ক্যাবি শহরের রাস্তায় নিজের ফ্ল্যাটের বাইরে কাতরানো অবস্থায় ‍উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই অভিযুক্ত যৌনকর্মী পলাতক রয়েছেন।

নিজের ফ্ল্যাটে যাওয়ার আগে কেনিয়ার নাকুরু রাস্তা থেকে অভিযুক্ত যৌনকর্মীকে ভাড়া করেন ভুক্তভোগী লোকটি। আহতাবস্থায় তাকে নাইরোবির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

পুলিশ অভিযুক্ত যৌনকর্মীকে আটকের উদ্দেশে অভিযান চালাচ্ছে।