• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

যৌনকর্মীদের সাথে নগ্ন অবস্থায়-হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকারের পদত্যাগ


প্রকাশিত: ১০:১৬ পিএম, ২৬ জুলাই ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

বিবিসি অবলম্বনে লাবণ্য চৌধুরী ঢাকা: ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের ডেপুটি স্পিকারের কথিত নগ্ন একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগ65846814559 করেছেন।লন্ডন থেকে প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র ‘দ্যা সান’ এই ভিডিওটি প্রকাশ করেছে যাতে হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সেভেলকে যৌনকর্মীদের সাথে নগ্ন অবস্থায় দেখা গেছে।

দেখা গেছে তিনি যৌন কর্মীর নগ্ন বুকের ওপর কোকেনের পাউডার রেখে পাঁচ পাউন্ডের নোট দিয়ে গোল করে সেটার ভেতর দিয়ে ধোয়া টেনে নিচ্ছেন।সংসদীয় আচরণ কমিটিরও সভাপতি তিনি।এই ঘটনায় স্তম্ভিত হয়েছেন হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারনেস ডি’সুজা।তিনি বলেছেন, এধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্ত করে দেখার জন্যে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন।