• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

যৌতুক না দেয়ায় বাবার বাড়িতেই স্বামীর হাতে গৃহবধূ খুন-স্বামী পলাতক


প্রকাশিত: ৭:১১ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি   :    গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, নিহত জুঁই খাতুনের বাবার বাড়িতে গিয়েই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার স্বামী ও সহযোগীরা। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর থেকে স্বামী হালিম মিয়া পালাতক রয়েছে।
1
পুলিশ ও স্থানীয়রা জানায়, তালুক কানুপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে হালিমের সাথে মাত্র দেড় বছর আগে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে জুঁই খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় হালিম স্ত্রীকে মারপিট ও নির্যাতন করত। বেশ ক’দিন থেকে পিতার বাড়ি থেকে ২০ হাজার টাকা আনার জন্য হালিম তার স্ত্রীকে চাপ দিতে থাকে।

টাকা আনতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে ৮/১০ দিন আগে জুঁই তার ২৫ দিনের সন্তানকে কোলে করে পিতার বাড়িতে পালিয়ে আসে। মঙ্গলবার ভোরে হালিম ৩/৪ জন লোক নিয়ে জুঁইয়ের পিতার বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে পালিয়ে যায়।গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, ২০ হাজার টাকা যৌতুক না পাওয়ার কারণে এই খুনের ঘটনা ঘটেছে। মামলা দায়েরের পক্রিয়া চলছে। দোষী ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে