• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

যৌতুক না দেযায় বধূকে বিবস্ত্র করে গোটা শরীরে উল্কি!


প্রকাশিত: ৭:৪২ এএম, ২৮ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

 

ডেস্ক রিপোর্ট  :   কপালের উল্কিতে লেখা, ‘আমার বাবা চোর’। শুধু তাই নয়, গোটা শরীরেই অশ্লীল 11ভাষায় আঁকা আরও নানা উল্কি।বিয়ের সময় যৌতুক দিতে না পারায় এমন বর্বরতার শিকার হয়েছেন ভারতের রাজস্থানের আলওয়ারের ওই বধূ।

তার বাবা-মায়ের অভিযোগ, বিয়ের সময় তাদের কাছে ৫১ হাজার টাকা পণ চেয়েছিল মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা। দিতে না পারায় প্রায়ই মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তারা। আনন্দবাজার।

অত্যাচার সহ্য করতে না পেরে কিছু দিন আগে ওই বধূ বাপেরবাড়িতে চলে এসেছিলেন। কিন্তু, মাসখানেক আগে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ডেকে নিয়ে যায়।

এরপর অচেনা একটি জায়গায় নিয়ে গিয়ে প্রথমে ওই বধূকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। বেহুঁশ হয়ে পড়লে তাকে বিবস্ত্র করে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। তার পর তার গোটা শরীরে অশ্লীল ভাষায় উল্কি এঁকে দেয়া হয়।

পাশাপাশি ওই বধূটি অভিযোগ জানিয়েছেন, তাকে গণধর্ষণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই বধূর মেডিকেল চেক-আপও করা হবে।