• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

যেকোন সময় ফাঁসি-প্রাণভিক্ষা চাননি নিজামী-স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ৫:৪৮ পিএম, ১০ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

সাইফুল বারী মাসুম    :  নিজামীর ফাঁসি কার্যকরে চূড়ান্ত মহড়া চলছে কেন্দ্রীয় কারাগারে। স্বরাষ্ট্রমন্ত্রী 1আসাদুজ্জামান খান কামাল জাতিরকন্ঠকে জানিয়েছেন, নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি।এরফলে এখন যেকোন সময় তার ফাঁসি কার্যকর করবে জেল কর্তৃপক্ষ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা।

জানা গেছে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে কারাগারের ভেতরে ঢুকে পরিদর্শন করেন তারা। বৈঠক শেষে বের হয়ে যান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল।