• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

যুবরাজ সিংহের গোপন ইনিংস


প্রকাশিত: ৩:১৭ এএম, ৫ নভেম্বর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

jjjjjjjjবিনোদন রিপোর্টার:    বলিউডের নামী মডেল হেজেল কিচের সঙ্গে যুবরাজ সিংহের সম্পর্ক নিয়ে বলিউডি গুঞ্জন নতুন নয়। শোনা যাচ্ছে চলতি মাসেই নাকি ‘রোকা’ সেরে ফেলবেন এই হবু দম্পতি। পঞ্জাবি মতে এনগেজমেন্টই হল ‘রোকা’। যুবির পরিবারের পক্ষ থেকেই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সম্প্রতি বিয়ে করলেন হরভজ সিংহ। ভাজ্জির রিসেপশনেই নাকি কানাঘুষো যুবির এনগেজমেন্টের খবর শোনা গিয়েছে।

‘বডিগার্ড’ ছবিতে সলমন খান এবং করিনা কপূর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন হেজেল। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও বি-টাউনে মেনস্ট্রিম নায়িকা হিসাবে নিজের পায়ের তলায় মাটি শক্ত করাই হাজেলের লক্ষ্য।

এর মধ্যেই যুবির প্রেমে প়ড়েছেন নায়িকা। পাবলিক প্লেসে একাধিকবার এই জুটিকে এক সঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি লন্ডনে একান্তে ছুটি কাটিয়েও ফিরেছেন তাঁরা। তাই তাঁদের মধ্যে সত্যিই যে প্রেমের সম্পর্ক রয়েছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত বলিউড। যদিও যুবরাজ বা হেজেল কেউই এই সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি।