• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত প্লট বাতিল


প্রকাশিত: ৪:৫৬ পিএম, ১৩ জুলাই ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

স্টাফ রিপোর্টার  :  একাত্তরে​র মানবতাবিরোধী অপরাধীদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের 1(রাজউক) বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
আজ বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের রাজউকের বরাদ্দকৃত প্লট বাতিল করা হয়েছে। এসব প্লট বা ফ্ল্যাটে যেসব ডেভেলপার কোম্পানি কাজ করেছে, আইন অনুযায়ী তারা তাদের অংশ পাবে। তবে যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত ব্যক্তির নামে থাকা অংশ সরকার বাজেয়াপ্ত করবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীরা যদি তাদের ফ্ল্যাটগুলো বিক্রি করে থাকে, তবে পর্যালোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও রাজউকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, রাজউকের কাছ থেকে যিনি প্লট বা ফ্ল্যাট পাবেন, তাঁকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অর্থায়ন করবে।