• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

যুদ্ধাপরাধি নিজামীর স্ত্রীর স্কুলে অভিযান-আটক ২৩


প্রকাশিত: ৭:৩৮ পিএম, ১৯ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

স্টাফ রিপোর্টার   :  রাজধানীর মেরুল বাড্ডায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া  যুদ্ধাপরাধি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর shamsunnahar_nizami-www.jatirkhantha.com.bdস্ত্রী শামসুন্নাহার নিজামীর পরিচালাধীন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন নারী।

শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালায় পুলিশ। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন্নাহার নিজামী স্কুলটির অধ্যক্ষ।

শুরুতে পুলিশের একাধিক সূত্র জানায়, আটকদের মধ্যে শামসুন্নাহারও রয়েছেন। পরে গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদ বলেন, শামসুন্নাহারকে আটকের খবর সঠিক নয়, অভিযানকালে তাকে পাওয়া যায়নি।

বাড্ডার থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহ, তার স্ত্রী সালেমা আক্তার এবং দুই মেয়ে খাদিজা খাতুন ও আয়েশা সিদ্দিকা রয়েছে। এছাড়াও বাড়ির মালিক বিল্লাল, তার স্ত্রী শান্তা বিল্লাল এবং মা হালিমা বেগম রয়েছেন।