• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

যশোরে স্বাধীনতা বিরোধীদের ইন্ধনে শহীদ মিনারে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ৩:২৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

COKTEL-jassor-3-www.jatirkhantha.com.bdjassor-2jassor shahid minar-www.jatirkhantha.com.bdযশোর. জেলা প্রতিনিধি :  বাংলাদেশের যশোরে একুশের প্রথম প্রহরে ফুল দেয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গতরাতে এমএম কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার শাফিন আহমেদ জাতিরকন্ঠকে জানিয়েছেন, রাতে শহীদ মিনারে কে আগে ফুল দেবে তা নিয়ে দুটি পক্ষের মধ্যে বাকবিতন্ডা হাতাহাতি হয়, এক পর্যায়ে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি টিয়ারশেল ও ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু না জানালেও স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রদের দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়।পুলিশ জানিয়েছে ওই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।