ম্যানিলা রশি কারাগারে নেয়া হয়েছে-রাতে শেষ দেখার জন্যে নিজামীর পরিবার কারাগারে
এস রহমান : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে আজ সন্ধ্যায় ম্যানিলা রশি কারাগারে নেয়া হয়েছে।এদিকে নিজামীর সঙ্গে রাতে দেখা করতে কারাগারে পৌচেছেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি জাতিরকন্ঠকে নিশ্চিত করেছেন নিজামীর আইনজীবী মতিউর রহমান আকন্দ।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর বনানীর জে ব্লকের ১৮ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ি ‘মিশন নাহার’ থেকে তিনটি গাড়িতে করে কারাগারে আসেন নিজামীর পরিবারের সদস্যরা। এদের মধ্যে রয়েছেন- নিজামীর স্ত্রী সামসুন্নাহার, ছেলে নাজিব মোমেন, ছেলের বউ, নাতি, মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাইসহ ৮ জন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।মঙ্গলবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
এদিকে, মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের আট জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার সকালে নাজিমুদ্দিন রোডে দেখা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ, র্যাব ও কারারক্ষীরা আশপাশে সতর্ক পাহারায় রয়েছেন। আশপাশের এলাকায় ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়। শত শত গণমাধ্যমকর্মী কারাগারের সামনে অবস্থান করছেন।
কারা সূত্রে জানা যায়, ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি। সে সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে রাজুর নেতৃত্বে হযরত, ইকবাল, মাসুদ, মোক্তার, রনি, সাত্তার ও আবুল নামে আট জল্লাদ।নিজামীকে গত রোববার রাতে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা সেলের সাত নম্বর কক্ষে রাখা হয়। সেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
যে মঞ্চে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকর হয়েছে একই মঞ্চে নিজামীর ফাঁসি কার্যকর করার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। কারাবিধি অনুযায়ী তিন বেলা নিজামীকে খাবার দেওয়া হচ্ছে। সোমবার নিজামীর স্বাস্থ্য পরীক্ষা করেন কারাগারের একজন চিকিৎসক।
নিজামীর আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর পূর্ণাঙ্গ রায়ে বিচারকদের স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির স্বাক্ষর করা ২২ পৃষ্ঠার রায়ের অনুলিপি সোমবার বিকেলে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় ও দু’পক্ষের আইনজীবীর কাছে রায়ের অনুলিপি পাঠানো হয়েছে। সর্বোচ্চ আদালতের দেওয়া রিভিউ খারিজের রায়ে বিচারকদের স্বাক্ষরের পর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ওই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।