• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

ম্যানহোলে দৃষ্টি প্রতিবন্ধী মৃত্যু-ওয়াসার এমডি-ডিএসসিসির প্রধান নির্বাহীকে তলব


প্রকাশিত: ৬:৫৪ পিএম, ৭ মার্চ ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

কোর্ট রিপোর্টার :  পল্টনে ম্যানহোলে পড়ে একজনের মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক 111(এমডি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আগামী ১৯ মার্চ তাদের তলব করেছেন।

আদালত সূত্র জানায়, পল্টনের একটি খোলা ম্যানহোলে পড়ে এক দৃষ্টি প্রতিবন্ধী মারা যায়। এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আদালত স্ব:প্রণোদিত হয়ে এই আদেশ দেন।
সোমবার রাজধানীর পল্টনে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে সন্ধ্যায় খোলা ম্যানহোলে পড়ে নিহত হন ওই দৃষ্টি প্রতিবন্ধী।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।