• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

ম্যানচেষ্ঠার কনসার্টে বোমা হামলা কেন! আরিয়ানার আর্তনাদ-হৃদয় ভেঙে-গেছে!


প্রকাশিত: ১:৫৬ পিএম, ২৩ মে ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

ম্যানচেষ্ঠার থেকে মিনা ফারাবী  : ম্যানচেষ্ঠার কনসার্টে কারা বোমা হামলা করলো? তা নিয়ে চলছে নানা জল্পনা Ariana consert-www.jatirkhantha.com.bdকল্পনা। তবে ব্রিটেনের পুলিশ ম্যানচেস্টার এরিনাতে সোমবারের হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেই মনে করছে। যদিও এ ঘটনায় এখনো কোন গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়নি।

consert-attatck-www.jatirkhantha.com.bdতবে এটা যে সন্ত্রাসী হামলা তা যদি নিশ্চিত হওয়া যায়, তবে এটা হবে ব্রিটেনে ২০০৫ সালের লন্ডন বোমা হামলার পর ঘটা সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলা। সেভেন/সেভেন ব্লাস্ট হিসেবে পরিচিত ২০০৫ সালের জুলাই মাসের ওই বোমা হামলায় ৫৬ জন নিহত হয়েছিলেন।

ম্যানচেস্টারে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষ হতে না হতেই বিস্ফোরণটি ঘটে । এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। আর আহতের সংখ্যা পৌঁছেছে ৫৯ জনে। দুই বছরের বেশি সময় ধরে ব্রিটেনে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা “তীব্র” পর্যায়ে রয়েছে । এর মানে যে কোন সময় হামলার ঘটনা ঘটতে পারে।Manchester.attatck-www.jatirkhantha.com.bd

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা:

ওই হামলার ঘটনার সময়কার বিবরণ দিয়ে বিবিসি রেডিও ম্যানচেস্টারে টোরি নামে একজন বলেন, কনসার্টে তার সাথে তার ১২ বছরের বোনও ছিল। চারদিকে পুলিশ, বুঝলাম আমাদের টার্গেট করেছে ; তিনি বলেন, আমরা এরিনা থেকে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে যচ্ছি। এমন সময় হঠাৎ বিস্ফোরণ। লোকজন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো। আমি আমার বোনের মাথা শক্ত করে চেপে ধরলাম এবং মাথা নামিয়ে চেয়ারের নিচে ঢুকিয়ে দিলাম। কারণ দেখতে পেলাম শত শত মেয়েরা দৌড়ে আসছে এবং যাওয়ার কোনও রাস্তা নেই।

এরপর তিনি বাইরে স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করেন বলে জানান।আমি আমার ছেলে-বন্ধুকে ফোন করে বলি, কি ঘটতে যাচ্ছে জানি না এবং কি করবো তাও বুঝতে পারছি না। সে তখন আমাদের যত দ্রুত সম্ভব বের হওয়ার চেষ্টা করতে বলে।

তিনি জানান তখন চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন এবং পচা গ্যাসের গন্ধ নাকে আসছিল। এরপর যখন তারা বাইরে এলেন তখন অনেককে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাদের মাথায় ব্যান্ডেজ বাধা। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, বহু মানুষকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন এবং অনেককে দেখে ‘মৃত’ বলে মনে হচ্ছিল।
Manchaster ariana-www.jatirkhantha.com.bd
“আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে”

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে এই বিস্ফোরণে তিনি নিজে অক্ষত থাকলেও মারা গেছে ১৯ জন। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, “আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি”।

হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে বহু সংখ্যায় টিন-এজ মেয়েরা ছিল।