• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ম্যাডাম অর্থের হদিস দিন: খালেদাকে জয়


প্রকাশিত: ১১:৪২ পিএম, ১ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

এস রহমান  :  আওয়ামী লীগ ৩০ হাজার কোটি টাকা পাচার করেছে বলে বিএনপি চেয়ারপারসন khaleda-joy-খালেদা জিয়া যে অভিযোগ করেছেন তার জবাব ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি তার স্ট্যাটাসে তথ্যের উৎস খালেদা জিয়ার কাছেই জানতে চেয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ম্যাডাম,৩০০ মিলিয়ন ডলার কোথায় আছে তা আপনি জেনে থাকলে অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই অর্থ এতিমদের দান করতে চাই।”

joy-www.jatirkhantha.com.bdশনিবার সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিত এক সভায় খালেদা জিয়া বলেছিলেন, “প্রধানমন্ত্রীর পুত্রের একটি একাউন্টেই আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। এই টাকার কোথা থেকে গেছে? এই টাকার উৎস কী?”

জয়ের বিষয়ে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে মামলা নিয়ে এই কথা বলেছিলেন খালেদা।