• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

মোশাররফ করিম ও ফারহানা মিলি’র ‘কেন বিবাহ করা উচিৎ হইবেনা’


প্রকাশিত: ৬:১২ এএম, ২৬ জুন ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৪৯ বার

Farhana-Mili-and-Mosharraf-Karim-www.jatirkhantha.com.bdনীপা খন্দকার.ঢাকা: এর আগেও মোশাররফ করিম ও ফারহানা মিলি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আসছে ঈদ উপলক্ষ্যে তারা দু’জন আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কেন বিবাহ করা উচিৎ হইবেনা’। নাটকটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। সম্প্রতি রাজধানীর উত্তরায় আনন্দবাড়ি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘কেন বিয়ে করা ঠিক হইবেনা তাই নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত কী হয় তা দেখতে দর্শককে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিলির সঙ্গে আবারো কাজ করে ভালো লাগলো। কারণ অভিনেত্রী হিসেবে মিলিকে আমার নিজেরও খুব পছন্দের। বেশ গুছানো একজন শিল্পী। প্রতিনিয়ত তারমাঝে শেখার আগ্রহটা আমি বেশ লক্ষ্য করেছি।’

ফারহানা মিলি বলেন, ‘মোশাররফ ভাই আসলে এক কথায় অসাধারণ একজন মানুষ, একজন গুণী অভিনেতা। তারসঙ্গে কাজ করলে কখন যে কাজ শেষ হয়ে যায় তা টের পাওয়া যায়না। কেন বিয়ে করা ঠিক হইবেনা নাটকে আমরা দু’জনই অভিনয় বেশ উপভোগ করেছি। ধন্যবাদ পরিচালক মারুফ মিঠু ভাইকে আমাকে এমন চমৎকার একটি কাজে সম্পৃক্ত রাখার জন্য।’

পরিচালক মারুফ মিঠু জানান আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেলে এনটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে একই পরিচালকের নির্দেশনায় বাংলাভিশনে মোশাররফ করিম ও ফারহানা মিলির ধারাবাহিক ‘তিনি আসবেন’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এছাড়া ফারহানা মিলি অভিনীত মাজহারুল ইসলাম পরিচালিত ধারাবাহিক ‘একজন মায়াবতী’ চ্যানেল আইতে এবং বাশার জর্জিশ পরিচালিত ‘উজান গাঙ্গের নাইয়্যা-সিরিজ টু’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে।

এদিকে মোশাররফ করিম শেষ করেছেন তৌকীর আহমেদের নির্দেশনায় ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া আসছে ঈদ উপলক্ষ্যে তিনি শেষ করেছেন সাগর জাহানের নির্দেশনায় সিক্যুয়াল নাটক ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’ এবং ‘নাসির গ্যাং ০০৯’ নাটকের কাজ।