মোবাইল সেট কর ৫% দাবি অ্যামটব’র
স্টাফ রিপোর্টার : মোবাইল টেলিকম খাতের ওপর আরোপিত সবধরনের কর প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)। মঙ্গলবার দুপুরে, রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছে টেলিকম অপারেটরদের সংগঠনটি।এই খাতে আরোপিত অতিরিক্ত কর মোবাইল খাতকে ক্ষতির দিকে ঠেলে দেবে বলেও শঙ্কা প্রকাশ করে সংগঠনটি।
একই সঙ্গে মোবাইল হ্যান্ডসেটে আরোপিত কর পাঁচ শতাংশে নামিয়ে আনার আহ্বান জানানো হয়। টেলিকম খাতে আরোপিত কর সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের পথে বাঁধা বলে মন্তব্য করেন বক্তারা।দেশের ৯৪ ভাগ মানুষ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে উল্লেখ করে বক্তারা জানান, সরকারের এই নীতির ফলে গ্রাহক নিরুৎসাহিত হবে। সম্মেলনে দেশের সকল মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিল।
প্রস্তাবিত বাজেটে ফোন সিম কার্ডের মাধ্যমে প্রদান করা সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া, সিমের ওপর কর ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করা হয়েছে।