মোবাইল ফোন ঢুকছে না টিএন্ডটিতে
স্টাফ রিপোর্টার : মোবাইল ফোন ঢুকছে না টিএন্ডটিতে। কারিগরী ক্রটির কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর সাথে ঢাকাসহ চার বিভাগে মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে বিটিসিএল সূত্র জাতিরকন্ঠকে জানায়।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লাইন হতে ত্রুটিপুর্ণ বিদ্যুৎ সরবরাহের কারণে মগবাজারে বিটিসিএলের এ.এন.এস. গেটওয়ে এক্সচেঞ্জের কয়েকটি সিগনালিং কার্ডে ত্রুর্টি দেখা দিয়েছে। ফলে বিটিসিএলের সাথে মোবাইল ফোনে গ্রাহকদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এতে আরও বলা হয়, বিটিসিএলের ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও সিলেটের গ্রাহকদের সাথে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে, বগুড়া এবং বরিশালের গ্রাহকদের সাথে এবং বিটিসিএল থেকে বিটিসিএলের অন্যান্য নম্বরে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।
বিজ্ঞপ্তি বলা হয়, কারিগরী ত্রুটি নিরসনে বিটিসিএলের প্রকৌশলীরা কাজ করছেন এবং আজকের মধ্যে সমস্যার সমাধান হতে পারে।