• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

মোবাইলে প্রেম পরে পরকীয়ার টানে গৃহবধূর পলায়ন


প্রকাশিত: ৫:১০ এএম, ২৬ জুন ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

রুপগঞ্জ প্রতিনিধি   :   নারায়নগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার টানে রাবিয়া (৩০) নামে এক গৃহবধূ 33টাকা-পয়সা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম মিয়া জানান, ৭ বছর পূর্বে ময়মনসিংহ জেলার ঈশ্বরদি থানার সুন্দাইল এলাকার তৈয়ব আলীর মেয়ে রাবিয়া বেগমের সাথে শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই রাবেয়া বেগম বরাব রসূলপুর এলাকার কাঞ্চন মিয়ার সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পরেন।

শামীম মিয়া তাদের পরকীয়ার ব্যাপারটি জানতে পেরে জিজ্ঞাসা করলে স্ত্রী রাবেয়া বেগম তার সাথে ঝগড়া ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। শনিবার সকালে ঘরের ট্রাঙ্ক থেকে নগদ ৮২ হাজার টাকাসহ স্বর্নালঙ্কার নিয়ে কাঞ্চন মিয়ার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে রাবিয়া বেগমের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।