• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মোদীকে জন্যে পাগল নায়িকার কান্ড


প্রকাশিত: ২:৪৭ এএম, ১২ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

মিরা নায়ার : রাখি সাওয়ান্ত বিয়ে করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।আর এ জন্য তার dress modi-www.jatirkhantha.com.bdপ্রানান্তকর চেষ্ঠার অন্ত নেই।এবার মোদীর দৃষ্ঠি আকর্ষনের জন্যে নিজের পোষাকে একে নিয়েছেন ছবি।এর ফলে বিতর্ক তার পিছু ছাড়ছে না।

অনেকের মতে, তিনিও সব সময় থাকতে চান প্রচারের আলোতেই। আর তাই তো, কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন সিলিং ফ্যান ব্যান করতে আবার কখনও যোগগুরু রামদেবকে ‘হট’ বলে প্রচারের আলো নিজের দিকে টেনে নেন।

এবার তো বোধ হয় সব কিছুকে টপকে গেলেন রাখি সাওয়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ছবি আঁকা পোশাক পরে হাজির হলেন একটি অনুষ্ঠানে। তাও আবার বিদেশে।

‘দা ফেডারেশন অফ ইন্ডিয়ান আমেরিকানস’ নামে আমেরিকায় একটি সংস্থার অনুষ্ঠানে হাজির হন ‘টেলিভিশন কুইন’ রাখি সাওয়ান্ত। সেখানেই তার ওই পোশাক দেখে রীতিমত সমালোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে।এর আগে একবার রাখি সাওয়ান্ত বলেছিলেন, নরেন্দ্র মোদীকে বিয়ে করতে পারলে তিনি খুশিই হবেন।