• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

মেহেরপুরের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ গ্রেফতার


প্রকাশিত: ১:০০ পিএম, ১১ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

স্টাফ রিপোর্টার  :  নাশকতার মামলায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা 12বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ অরুণসহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা সদর, গাংনী ও মুজিনগর উপজেলা থেকে নাশকতাসহ বিভিন্ন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে জিআর মামলায় সদর উপজেলা থেকে দুইজন ও গাংনী উপজেলা থেকে দুইজন, সিআর মামলায় গাংনী থেকে একজন ও মুজিবনগর উপজেলা থেকে একজন, নিয়মিত মামলায় গাংনী থেকে একজন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের জেলা হাজতে পাঠানো হয়েছে।