• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

মেলবোর্নের শপিংসেন্টারে বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

b-2

ডেস্ক রিপোর্টার  :  অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শপিং সেন্টারে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ অ্যাসিসটেন্ট কমিশনার স্টিফেন লিয়েন জানান, উড্ডয়নের পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
b-1
কমিশনার স্টিফেন লিয়েন আরো জানান, এই দুর্ঘটনার সময় ওই শপিং সেন্টারে সৌভাগ্যক্রমে কেউ ছিল না। এত বাইরের কেউ আহত হননি। তখন সেন্টারটি বন্ধ অবস্থায় ছিল বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অপেক্ষা করছিলেন শপিং সেন্টারটি খোলার জন্য। বিমানটি বিধ্বস্তের পর ৩০ মিটার উঁচুতে আগুন উঠে যায়। ঘটনার পরই সেখানে নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান।