মেননের ভিকারুননিসা বিশেষ কমিটি অবৈধ-এমপিরা স্কুল-কলেজের সভাপতি থাকবেনা
হাইকোর্ট রিপোর্টার : বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের ভিকারুননিসা বিশেষ কমিটি অবৈধ ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে এমপিরা স্কুল-কলেজের সভাপতি থাকবেনা বলে রায় দিয়েছে আপিল বিভাগ। দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে স্থানীয় সাংসদদের (এমপি) না থাকার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।
গত ১ জুন হাইকোর্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডিতে এমপিদের নিয়োগসংক্রান্ত প্র-বিধানমালার ৫(২) ধারা এবং বিশেষ কমিটি গঠনসংক্রান্ত ৫০ ধারা অবৈধ ঘোষণা করেন।একই সঙ্গে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেন।
এই রায়ের বিরুদ্ধে সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও ভিকারুননিসা স্কুল ও কলেজ কর্তৃপক্ষ লিভ টু আপিল দায়ের করে।আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিটকারীর পক্ষে ইউনুছ আলী আকন্দ শুনানি করেন।
বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্র-বিধানমালা ২০০৯ এর দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।