মেঘনা গ্রুপের হেলিকপ্টার কর্মীরা দরজা খুলে সেলফি-ভিডিও তুলছিল
উখিয়া প্রতিনিধি : মেঘনা গ্রুপের হেলিকপ্টার কর্মীরা দরজা খুলে সিনেমা স্টাইলে সেলফি তুলছিল ও ভিডিও তুলছিল । এতে বাতাসের তারতম্যে ও ব্যালান্স ঠিক রাখতে পারেনি কপ্টারটি। ফলে দুর্ঘটনার কবলে পড়ে ‘S2-AIB, R-66’ নামে হেলিকপ্টারটি। কক্সবাজারের উখিয়া থানার ওসি আবুল খায়ের জাতিরকন্ঠকে এ তথ্য জানিয়েছেন ।
দুর্ঘটনায় আহত পাইলট শফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, হেলিকপ্টার সাকিব আল হাসানকে ইনানিতে নামিয়ে দিয়েই ফেরার পথে পাইলটের কথা অমান্য করে নিহত শাহ আলমসহ অন্যরা হেলিকপ্টারের দরজা খুলে ছবি তুলছিল ও ভিডিও করছিল। এসময় বাতাসের তারতম্যে ভারসাম্য হারিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
এদিকে উখিয়া সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া জানান, বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়েছে। মেঘনা অ্যাভিয়েশনের লোকজন এলেই শনিবার সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটি নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এদিকে, ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান ইনানি হোটেল সী পার্লে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তাকে পাওয়া যায়নি। ওই হোটেলের জেনারেল ম্যানেজার দীপক পল জানিয়েছেন, হোটেলে কোনও রুম বুকিং ছিল না। তবে দুপুর সাড়ে ১২টার দিকে সাকিব হোটেলে এসেছিলেন। নাস্তা সেরে শ্যুটিংয়ের উদ্দেশ্যে টেকনাফের দিকে তাকে চলে যেতে দেখেছেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানি নামিয়ে দিয়েই ফেরার পথে জেলার উখিয়ার রেজু খালের মোহনায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহা আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিজ্ঞাপনী সংস্থা ঈগলের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় পাইলটসহ আরও ৪জন আহত হয়েছে।