• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

মেঘনায় নৌকাডুবি-নিখোঁজ ৪ ব্যবসায়ীর লাশ উদ্ধার


প্রকাশিত: ২:৩৯ পিএম, ১৩ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৭ বার

21নরসিংদী.রায়পুরা সংবাদদাতা  :  নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা পর নিখোঁজ চার গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়পুরার নীলক্ষা ইউনিয়নের হরিপুরের কাছে মেঘনা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফরিদ মিয়া, আব্দুল হক, বাহেরচর গ্রামের আনোয়ার ফরাজী ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৬ টার দিকে বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলাধীন বাইশমৌজা বাজার থেকে গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে বেলুয়ারচর নামক এলাকায় নদীর মাঝপথে ১২টি গরু ও ৩০-৩৫জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

এসময় অন্যরা সাতার কেটে তীরে উঠতে পাড়লেও গরুসহ চার জন ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। অবশেষে প্রায় ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে ইউনিয়ন চরমধুয়ার চংপাড়া এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাদের লাশ।