• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

‘মৃত্যুকে ভয় পান না কাসেম-ছেলে আরমানের দেখা না পাওয়ার আক্ষেপ’


প্রকাশিত: ৭:৪৬ পিএম, ৩ সেপ্টেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০৬ বার

কাশিমপুর থেকে মোস্তফা কামাল wপ্রধান   :    ‘মৃত্যুকে ভয় পান না কাসেম-ছেলে আরমানের দেখা না পাওয়ার আক্ষেপ’ । যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে শেখ দেখা করে এসেছেন তার পরিবারের ২৩ সদস্য। এক ঘণ্টা ২৩ মিনিটের সাক্ষাত্ শেষে শনিবার সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিটে বের হয়ে আসেন তারা।
--
কারাগার থেকে বের হয়ে তার স্ত্রী আয়শা খাতুন সাংবাদিকদের বলেন,ছেলে আরমানের দেখা না পাওযায় আক্ষেপ করেন মীর কাশেম। স্ত্রী বলেন, ‘মীর কাসেম মৃtত্যুকে ভয় পান না। এতে তিনি বিচলিত নন।

তবে ‘নিখোঁজ’ ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমের সঙ্গে দেখা না হওয়ায় তার একটি আক্ষেপ থেকে গেল।’ মীর কাসেম তার লাশ দাফনের জন্য মানিকগঞ্জে হরিরামপুরের কথা জানিয়েছেন বলে জানান তার স্ত্রী।
==
এর আগে পরিবারের ৪৬ সদস্য তার সঙ্গে দেখা করতে জেলগেটে যান। পরে ২৩ জন দেখা করার অনুমোদন পান।