মূত্রের মালিশে দূর হয়-ব্রণ এবং ত্বকের জটিলতা
ডা.এ এম মোঃ শহিদুল্লাহ ; এক গবেষণায় জানা গেছে, ব্রণ এবং ত্বকের কিছু জটিলতা মূত্রের মালিশে দূর হয়ে যায়। খবর এঅ্যানআই’র।
ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, ‘ইন ইউর অওন পারফেক্ট মেডিসিন’র মালিক মার্থঅ ক্রিস্টি বলেন, ক্ষুদ্র অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল রোগ প্রতিরোধ- ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বংশ বিস্তার রোধে তীব্র সুরক্ষা দিয়ে সাহায্য করে।
ক্রিস্টির দাবি, খনিজ-সমৃদ্ধ এ হলুদ তরল ব্রণ, একজিমা এবং চর্মরোগের পাশাপাশি ফাঙ্গাসের ক্ষতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। মূত্র দিয়ে গড়াগড়া করা, চোখের ড্রপ হিসেবে ব্যবহার এবং কানে স্বল্প ড্রপ ব্যবহারের জন্য পরামর্শও দেন তিনি।।
এমনকি সুস্বাস্থ্যের জন্য সকালে এক কাপ মূত্র সেবনেরও পরামর্শ দেন মার্থঅ।