• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

মুস্তাফিজ মিরাজ সাইফের দাপটে জিতল টাইগাররা


প্রকাশিত: ৯:১০ পিএম, ২৩ মে ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৮১ বার

স্পোর্টস রিপোর্টার : বোলার মুস্তাফিজ মিরাজ সাইফের দাপটে জিতল টাইগাররা। এর আগে অনেকক্ষণ ধরে ৩ উইকেট এর অপেক্ষা। কিন্তু হচ্ছেনা। অনকে সময় ধরে পড়ছেনা উইকেট। এরমধ্যে তাসকিনের বলে ৬ হাকিয়ে অর্ধশতক পূর্ণ করে চোখরাঙ্গানি দিচ্ছিল হাসারাঙ্গা। শেষমেষ সাইফুদ্দিন থামিয়ে দিলেন হাসারাঙ্গাকে। অতঃপর মুস্তাফিজ ভেঙ্গে দিলেন শ্রীলংকার আরেক ব্যাটিং স্তম্ভ। অতঃপর শ্রীলংকার হারার অপেক্ষা। মেহেদি হাসান মিরাজ ৪ উইকেট নিয়ে বড় ধাক্কাটা দিয়েছেন। উইকেট পাওয়ার আনন্দে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানও। একটু আগে উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। বাংলাদেশ এখন পর্যন্ত ইনিংসে যে পাঁচ বোলারকে কাজে লাগিয়েছে, তার মধ্যে তাসকিন ছাড়া বাকি চারজনই উইকেটের দেখা পেলেন।

সাইফউদ্দিন একটু আগে দাসুন শানাকাকে বোল্ড করে দিয়েছেন, মাত্র ১৪৯ রানেই সপ্তম উইকেটটি হারায় শ্রীলঙ্কা। কিন্তু অন্যপ্রান্তে থাকা হাসারাঙ্গা ডি সিলভা ক্রিজে খুঁটি গেড়ে বসেছেন। এরই মধ্যে ৫০ রান করে ফেলেছেন, তা-ও মাত্র ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায়! ক্যারিয়ারের ১৯তম ওয়ানডেতে দ্বিতীয় ফিফটি পেলেন তিনি। অন্য প্রান্তে ইসুরু উদানা অপরাজিত ১ রানে। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার রান ৩৬ ওভারে ৭ উইকেটে ১৬৫। এখনো ৯৩ রান দরকার তাদের। বাংলাদেশের দরকার আর তিনটি উইকেট। ১০০০তম উইকেট পেয়েছেন সাকিব।

৩০ রানের ওপেনিং জুটির পর লঙ্কানদের ওপর প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। খুবই সাধারণ একটা বল ছিল সেটি। বোলারের পাশ দিয়ে বের করে মারতে চেয়েছিলেন গুনাতিলকা। বলটি সোজা চলে যায় মিরাজের হাতে। নিজের বলে ক্যাচ নেন এ অফ স্পিনার।মোস্তাফিজ এরপর বোলিংয়ে এসেই তুলে নেন পাথুম নিশাঙ্কার উইকেট। বাঁ হাতি পেসারের বলটি ছিল লেংথ বল। কিন্তু নিশাঙ্কা বলের বাউন্সটা বোঝেননি সেভাবে। পুল করতে গিয়ে ব্যাটের মাঝখানে নিতে পারেননি। মিডউইকেটে তাঁর ক্যাচটি ধরেছেন আফিফ হোসেন। বাংলাদেশকে চাপে রাখছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা।

৪১ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন কুশল পেরেরা আর কুশল মেন্ডিজ। ৪১ রান যোগ করেন এ দুজন। কিন্তু জুটি ভেঙে ফেলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এতে প্রথম নামটি বাঁ হাতি স্পিনার, বর্তমানে নির্বাচক আবদুর রাজ্জাকের।এর পর থেকে শ্রীলঙ্কার ব্যাটিং আত্মসমর্পণ করে মিরাজের কাছে একে একে তিনি তুলে নেন কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা আর আসেন বান্দারার। সপ্তম উইকেটে হাসারাঙ্গার সঙ্গে ৪৭ রানের জুটি গড়েছিলেন শানাকা। তাঁকে ফিরিয়ে টাইগারদের জেতার রাস্তা পরিস্কার করেন সাইফউদ্দিন।