• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

মুস্তাফিজ আন্দ্রে রাসেলকে বোল্ড করলেও সাকিবের ব্যাডলাক-গম্ভীর জেতালো দলকে


প্রকাশিত: ১:২৫ এএম, ১৭ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

আসমা খন্দকার  :  দল জিততে না পারলেও মুস্তাফিজ আন্দ্রে রাসেলকে বোল্ড করে নিজের সামর্থ 1দাপট বজায় রেখেছেন।কিন্তু লাক ফেভার করেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ১৮ রান খরচ করেন। উইকেট শূন্য থাকেন টাইগার অলরাউন্ডার।

আজ বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান আলো ছড়ালেও দাপুটে জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ইনিংসের ১০ বল বাকি থাকতে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

আগের ম্যাচে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর কলকাতা কীভাবে ‘বাউন্সব্যাক’ করে সেটাই বড় প্রশ্ন ছিল। জ্যাক ক্যালিস বাহিনী সেটা আনায়েসেই করে দেখিয়েছে। এর পুরো কৃতিত্ব অধিনায়ক গাম্ভীরের। বল হাতে প্রতিপক্ষকে ১৪২ রানে বাধার পর তার সৌরভ ছড়ানো ৯০ রানের অপরাজিত ইনিংসে ভর করেই আয়েশি জয় পায় দুই বারের চ্যাম্পিয়নরা।

১৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় কেকেআর। গৌতম গাম্ভীর আর রবিন উথাপ্পার ১২.৩ ওভারের উদ্বোধনী জুটিতেই আসে ৮২ রান। কেরালার সেনসেশন উথাপ্পা ৩৪ বলে ৩৮ রান করে আশিষ রেড্ডির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। পরের ওভারে ভয়ংকর আন্দ্রে রাসেলকে দলীয় ৯৭ রানে বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।

কিন্তু ক্যারিবিয়ান অলরাউন্ডারের আউট দলটির জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারেনি। গাম্ভীর ৬০ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস উপহার দিলে ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে তারা। ১১ বলে ১১ রান করে অপরাজিত থাকেন কলকাতা অধিনায়ক। রাসেল আউট হন ২ রান করে।

হায়দরাবাদের পক্ষে ১টি করে উইকেট ভাগাভাগি করেন মুস্তাফিজ ও রেড্ডি। ৪ ওভারে ২৯ রান খরচ করেন সাতক্ষীরা সায়ানাইড।এর আগে টস জিতে ব্যাট করতে নামে সানরাইজার্স। কিন্তু দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪২ রান করতে সমর্থ হয়। ৪৩ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ইয়ন মর্গান। ৩৭ রান করেন নামান ওঝা।

এছাড়া আর মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তারা হলেন আশিষ রেড্ডি ও ডেভিড ওয়ার্নার, উভয়ের ব্যাটে ১৩টি করে রান এসেছে। কেকেআরের পক্ষে উমেশ যাদব ২৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পান, দুটি উইকেট পান মরনে মরকেল।