• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

মুস্তাফিজের প্রেমে মাতোয়ারা এক উম্মে কুলসুমা’র কান্ড


প্রকাশিত: ৪:৩৩ এএম, ৮ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৫ বার

দিনা করিম   : মুস্তাফিজুর রহমানকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোন মানে হয় না। মাত্র ১ 1বছরে ওয়ানডে, টেস্ট আর একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেই গড়েছেন বিশ্বরেকর্ড।

প্রথম ৩ ম্যাচের সিরিজে ১৩ টি উইকেট শিকার করে বিশ্ব ক্রিকেটে তরুণ টাইগারকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই।
ভারতের বিপক্ষের সিরিজ সেরা এরপর সেই ভারতের মাটিতে আইপিএল খেলতে থাকা মুস্তাফিজকে ঘিরে মাতামাতি চরম পর্যায়ে তখনই বোমা ফাঁটালেন উম্মে কুলসুম নামের ১৮ বছরের এক তরুণী।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মহানায়ক বনে যাওয়া ১৯ বছরের এ তরুণের প্রেমে পড়েছেন সিলেটের এই তরুণী।ম্মে কুলসুম ফেসবুকে মোস্তাফিজের সঙ্গে ছবি এডিট করে ঘোষণা দিয়েই বলেছেন, ‘ মুস্তাফিজ আমার পরানে গেথে গেছে।’

ইতিমধ্যে মুস্তাফিজের বয়স ২১হয়ে গেছে। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করতেও পারি।উল্লেখ্য, উম্মে কুলসুম সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষের শিক্ষার্থী।