• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

মুম্বাই ডন দাউদের সহযোগী দাউদ মার্চেন্ট কারামুক্ত


প্রকাশিত: ৫:১৫ পিএম, ৭ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৭৩ বার

 

কোর্ট রিপোর্টার : দুবাইভিত্তিক ডন দাউদ ইব্রাহিমের সহযোগী ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট ঢাকা 22কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। এরআগে গত বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেন ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী।

দাউদ মার্চেন্ট ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার গুলশান কুমার হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি। ১৯৯৭ সালের ১২ আগস্ট মুম্বাইয়ে গুলি করে গুলশানকে হত্যা করা হয়।

২০০৯ সালের ২৭ মে দাউদ মার্চেন্টকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ গ্রেফতার করে ডিবি। তখন জাল পাসপোর্ট তৈরি ও অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর ২০১৪ সালের ১৯ নভেম্বর দাউদ মার্চেন্ট জামিন পান। ওই বছরের ১ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

পরের দিন ৫৪ ধারায় দাউদ মার্চেন্টকে ফের আটক করে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দাউদ মার্চেন্টকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। তখন আদালতে দেয়া ডিবি পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় দাউদ মার্চেন্টকে আটক করা হয়। তার সঙ্গে কোনো পাসপোর্ট বা ভিসা ছিল না।