• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরায় বাংলাদেশি ছকিনাদের আর্তনাদ


প্রকাশিত: ৮:১৭ পিএম, ২৬ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২২২ বার

মুম্বাই থেকে মিরা নায়ার  :  বাংলাদেশ থেকে ভারতের মুম্বইয়ের যৌনপল্লিতে নারী পাচার বাড়ছে pppবলে ভারতের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পর্যবেক্ষণে জানা গেছে৷ তাদের তথ্য অনুয়ায়ী, নগরীর কামাথিপুরার প্রধান যৌনপল্লিতে বাংলাভাষী যৌনকর্মীর সংখ্যা এখন রেকর্ড পরিমাণ৷

যৌনকর্মী পাচার নিয়ে কাজ করা মুম্বই ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম ‘প্রিরানা’৷ সংস্থাটির কো-ফাউন্ডার প্রিতি পাটকার জানান, ‘‘বাংলাদেশ থেকে নারী পাচার বেড়ে যাওয়ার সঙ্গে যৌনপল্লিতে বাংলাদেশি যৌনকর্মী বেড়ে যাওয়ার সম্পর্ক আছে৷” তাই এবার তাদের উদ্ধারে রাজনৈতিক এবং সামাজিক উদ্যোগের কথা বলা হচ্ছে৷
ppp-
তিনি আরো বলেন, ‘‘নারী পাচারকারীরা বেশ বেপরোয়া এবং তারা ভালো চাকরি এবং জীবনের লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে নারীদের পাচার করে আনে৷”

জানা যায়, ২০০০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে যৌনকর্মীদের ২১৩ জন সন্তানকে প্রিরানা-র নাইট কেয়ার সেন্টারে ভর্তি করা হয়৷ এর মধ্যে ১২৮ জন বাংলাভাষী মায়ের সন্তান৷ শহরের অন্যান্য এলাকার যৌনপল্লিতেও নাকি ঐ একইরকম চিত্র৷ তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের যৌনকর্মী ওআছেন৷
111
ভারতের সরকারি হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ৩০ লাখ মানুষ আছে সেখানে৷ ভারতীয় কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন শত শত বাংলাদেশি ৪০০০ কিমি. সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে৷ এরা গরিব এবং এদের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দালালরা সংগ্রহ করে৷

এশিয়ার ভেতরে অবৈধ অভিবাসন বেড়েই চলেছে৷ এর পেছনে আছে মানব পাচারকারী এবং মাদক পাচারকারীরা৷ জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি)-এর তথ্য মতে, বছরে এই অবৈধ ব্যবসার আয় অন্ততপক্ষে ২ বিলিয়ন ডলার৷ তাদের মতে, দক্ষিণ এশিয়ায় মানবপাচার বিশ্বের মধ্যে দ্রুত গতিতে বাড়ছে৷ আর বিশ্বে এই মানবপাচারে দক্ষিণ-পূর্ব এশিয়ার পরই দক্ষিণ এশিয়ার অবস্থান৷222

ধারণা করা হচ্ছে, প্রতিবছর দক্ষিণ এশিয়ার মধ্যে ১,৫০,০০ মানুষ পাচারের শিকার হচ্ছে৷ তবে প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি হতে পারে৷ তাছাড়া এশিয়ায় মানবপাচার বেড়ে যাওয়া তার প্রভাবও পড়ছে এই এলাকায়৷

প্রিতি পাটকার জানান, বাংলাদেশ থেকে মুম্বইয়ে পাচার হয়ে আসা নারীরা তাদের অধিকারের জন্য সহায়তার বিষয়টি জানেন না এবং সহায়তা নিতে ভয় পান৷ তাই যৌনপল্লি থেকে উদ্ধারের পর তারা পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে চান না৷

বাংলাদেশ-ভারত গত বছর মানবপাচার বন্ধে একটি সহযোগিতা চুক্তি সই করে৷ এই চুক্তির উদ্দেশ্য হলো মানবপাচারের তথ্য বিনিময়, তদন্ত এবং পাচারকারীদের আইনের আওতায় আনা৷ এই চুক্তর ফলে মানবপচারের শিকার যারা, তাদের উদ্ধার এবং পুনর্বাসনের কাজ সহজ হয়েছে৷ কারণ আগে তাদের অবৈধ অভিবাসী হিসেবেই বিবেচনা করার হতো৷

মুম্বই পুলিশের মুখপাত্র জানান, এখন আমরা তাদের উদ্ধার করে সরাসরি যেসব এনজিও তাদের দায়িত্ব নিতে এবং পুনর্বাসন করতে চায়, তাদের কাছে হস্তান্তর করি৷ এর ফলে পাচার হওয়া নরীদের জন্য ভালো ফল পাওয়া যাচ্ছে৷

এই যেমন গতমাসেই একজন বাংলাদেশি মানবপাচারকারী দণ্ডিত হয়েছে ভারতে৷ পাচারের শিকার বাংলাদেশে পুনর্বাসিত এক নারীর ভিডিও বক্তব্যের ভিত্তিতে তাকে শাস্তি দেয়া হয়েছে বলে খবর৷

বাংলাদেশ-ভারত গত বছর মানবপাচার বন্ধে একটি সহযোগিতা চুক্তি সই করে৷ এই চুক্তির উদ্দেশ্য হলো মানবপাচারের তথ্য বিনিময়, তদন্ত এবং পাচারকারীদের আইনের আওতায় আনা৷ এই চুক্তর ফলে মানবপচারের শিকার যারা, তাদের উদ্ধার এবং পুনর্বাসনের কাজ সহজ হয়েছে৷ কারণ আগে তাদের অবৈধ অভিবাসী হিসেবেই বিবেচনা করার হতো৷

মুম্বই পুলিশের মুখপাত্র জানান, ‘‘এখন আমরা তাদের উদ্ধার করে সরাসরি যেসব এনজিও তাদের দায়িত্ব নিতে এবং পুনর্বাসন করতে চায়, তাদের কাছে হস্তান্তর করি৷ এর ফলে পাচার হওয়া নরীদের জন্য ভালো ফল পাওয়া যাচ্ছে৷”

এই যেমন গতমাসেই একজন বাংলাদেশি মানবপাচারকারী দণ্ডিত হয়েছে ভারতে৷ পাচারের শিকার বাংলাদেশে পুনর্বাসিত এক নারীর ভিডিও বক্তব্যের ভিত্তিতে তাকে শাস্তি দেয়া হয়েছে বলে খবর৷