মুখ খুললেন তথ্যমন্ত্রী!
সংসদ রিপোর্টার : ব্যাংকে জমাকৃত ১ লাখ টাকার পরিবর্তে ৫ লাখ টাকার ওপর আবগারী শুল্ক আরোপ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংসদে বাজেটের ওপর দেয়া বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন। একই সঙ্গে সংবাদপত্র শিল্পের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অনেকে আবগারী শুল্ককে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার দাবি জানাচ্ছেন। আমি এর সঙ্গে একমত নয়। গরিবের কথা আমাদের চিন্তায় রাখতে হবে। আবগারী শুল্ক ১ টাকার পরিবর্তে ৫ লাখ টাকার ওপর আরোপ করার জন্য আমি প্রস্তাব করছি। বিষয়টি বিবেচনা করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।এসময় বাজেটে প্রস্তাবিত সংবাদপত্র শিল্পের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান তথ্যমন্ত্রী।