• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

মুখ খুললেন চিত্রাঙ্গদা বললেন-শুধু পেটিকোট পরে নওয়াজের ওপর শুতে আমার অস্বস্তি হচ্ছিল


প্রকাশিত: ৮:৩৩ পিএম, ১৫ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৩ বার

 

মীরা নায়ার : সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘বাবুমশায় বন্দুকবাজ’ ছবিতে অভিনয় করছিলেন chitrangoda-www.jatirkhantha.com.bdচিত্রাঙ্গদা। অভিযোগ, ছবির পরিচালক কুশান নন্দী অত্যন্ত খারাপ ইঙ্গিত করে চিত্রাঙ্গদাকে ছবির দৃশ্য বোঝাতে থাকেন।

এর পর ফার্স্ট টেক দেওয়ার পর নায়িকার ওপর চিত্কার করেন তিনি। চিত্রাঙ্গদা জানিয়েছেন, গোটা টিমের সামনে যৌনদৃশ্য বোঝাতে গিয়ে পরিচালক যে সব শব্দ ব্যবহার করেছেন তা অত্যন্ত আপত্তিকর। তিনি অপমানিত বোধ করেন। এর পরই কাঁদতে কাঁদতে সেট ছেেড বেরিয়েও যান নায়িকা।

11এ নিয়ে আজ মুখ খুলেছেন চিত্রাঙ্গদা। তাঁর কথায়, ”আমরা শুটিং শেষ করে ফেলেছিলাম। তার পরও নওয়াজের ওপর আমাকে শুয়ে পডতে বলেছিল কুশান। ওই সিনের জন্য আমি শুধুমাত্র একটা পেটিকোট পরেছিলাম।

আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আমি বললাম, হয়ে তো গিয়েছে, আবার এ সব করাচ্ছ কেন? তখনই খুব বাজে ভাবে কথা বলেছিল কুশান। আমার বেশ অপমানিত লেগেছিল। সে জন্যই কাজটা আর করব না।”